এ,কে,এম জাকারিয়া
বানারীপাড়া,প্রতিনিধিঃ
বরিশালের বানারীপাড়া উপজেলার উদয়কাঠী ইউনিয়নের শের-ই বাংলা বাজারে মসজিদ রোডে দোকান ঘরের পরিত্যাক্ত বারান্দায় ৭ বক্স সরকারি ঔষয় ও একটি সিট পাওয়া গেছে।
সরকারি ঔষধের বক্সের নাম্বার১০৩৭৯,১০৪১২,
১৩১৯৩,১০৪৪৬,১০৩৬১,১০৩৪৬
স্থানিয়রা জানান ০৪/১১/২০২০ ইং রোজ বুধবার সন্ধা ৭ টার সময় মসজিদ রোডে আব্দুর রহিম মীয়ার দোকান ঘরের পরিত্যাক্ত বারান্দায় ৭ বক্স সরকারি ঔষর ও একটি প্রসূতি রোগীর সিট দেখতে পায়। স্থানিয়রা খোঁজাখুঁজি করে মালিক না পেয়ে শের-ই বাংলা বাজার কমিটির সভাপতি মোঃ জাহিদুল ইসলাম বিষয়টা লবনসাড়া পুলিশ ফাড়িতে মুঠো ফোনে জানালে পুলিশ এসে ৭ বক্স ঔষধ একটি প্রসূতি রোগির সিট জব্দ করে। পুলিশ মালিক খোঁজাখুঁজি করলে অনেক সময় পর শাওন (৩৫) পিতা আঃ মালেক নামের এক ব্যাক্তি এসে পরিত্যাক্ত সরকারি ঔষধ তার দাবি করে। তার পরিচয় জানতে চাইলে বলেন বাড়ি সৈয়দকাঠী তিনি বানারীপাড়া হাসপাতালের স্টোর কিপার।
স্থানিয়রা ধারনা করে বলেন সরকারি ঔষধ রাখার জন্য বাজারে সরকারি হাসপাতাল রয়েছে, এখানে রাখছে বাজার কমিটি বা কোনো দোকানদারও যানে না। অতএব সরকারি ঔষধ আত্তসাধ করার জন্যই এখানে রেখেছিল যাতে রাতের আধারে নিয়ে যেতে পারে।
এবিষয় স্টোর কিপার শাওন’র কাছে জানতে চাইলে তিনি বলেন এই ঔষধ কাশ্মির তেতলা কমিউনিটি ক্লিনিকের। আমি অন্য ক্লিনিকে ঔষধ দিতে যাওয়ার সময় রেখে গিয়েছি।
বাজারে সরকারি হাসপাতালে বা কারো কাছে না বলে পরিত্যাক্ত বারান্দায় রেখেছিল কেন এবিষয় প্রশ্ন করলে সৎ উত্তর দিতে পারে নি।
এবিষয় লবনসাড়া ফাড়ির পুলিশ’র কাছে জানতে চাইলে এএসআই নাছির বলেন বানারীপাড়া থানার ওসি স্যারকে জানিয়েছি। ওসি স্যার তদন্ত করে সত্যাতা প্রমান পেয়েছেন শাওন বানারীপাড়া হাসপাতালের স্টোর কিপার। তার সঠিক কাগজ নিয়ে আসলে সরকারি ঔষধ তার কাছে দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন।