ভোলার চরফ্যাশন উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে দেখা না করায় মডেল মসজিদের খতিব ও মুয়াজ্জিনের বেতন আটকে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এমনকি তাদের শাস্তিস্বরূপ টানা এক সপ্তাহ নিয়ম করে প্রতিদিন দেখা করার নির্দেশ দিয়েছেন নতুন ইউএনও রাসনা শারমিন মিথি।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে নির্বাহী কর্মকর্তার কক্ষে এমন বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন মডেল মসজিদের খতিব মাওলানা সালাউদ্দিন ও মুয়াজ্জিন হাফেজ আবুল কালাম। এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা আমিনুল ইসলাম ইকরাম।