এ,কে,এম জাকারিয়া, বানারীপাড়া প্রতিনিধিঃ বরিশালের বানারীপাড়া উপজেলার উদয়কাঠী ইউনিয়ন’র তেতলা গ্রাম’র বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু হানিফ মীয়ার দাফন সম্পন্ন হলো রাষ্টিয় মর্যদায়।
মঙ্গলবার বিকাল ৩ টার সময় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্লাহ্ সাদিদ,বরিশাল পুলিশ সুপার’র প্রতিনিধি মহাসিন , সাব ইনেসপেক্টর ওসমান’র নেতৃত্বে পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ।
১৯৪৫ সালে উদয়কাঠীর তেতলা গ্রামে জন্ম গ্রহন করেন আবু হানিফ মীয়া। গত ০২/১১/২০২০ তারিখ রোজ সোমবার সন্ধা ৭:০০ টার সময় বরিশালের সাগরদি মেডিকেল হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ৭৫ বছর বয়স হয়েছিল আবু হানিফ মীয়ার।
উল্লেখ্য ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ’র জন্য ভারতে গিয়ে যুদ্ধের প্রশিক্ষণ সম্পন্ন করেন আবু হানিফ মীয়া। বাংলাদেশে ফিরে এসে মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টরে যোগ দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেন। অবশেষে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেই বাড়ি ফিরেন বীরের বেশে বাংলা মায়ের গর্বিত সন্তান বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ মীয়া।
স্থানিয়রা জানান বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ মীয়া বিভিন্ন সময় দোকানের চায়ের আড্ডায় বসেই সবাইকে মুক্তিযুদ্ধের ইতিহাস শুনিয়ে থাকতেন। কিভাবে যুদ্ধের প্রশিক্ষণ করতেন,যুদ্ধ করতেন কারাইবা এদেশের রাজাকার ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ মীয়ার জানাজায় উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা প্রশাসন, বরিশাল পুলিশ সুপার’র প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক,রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক ও সর্বস্তরের জনগন।