আমিনুল ইসলাম, চরফ্যাশন প্রতিনিধি৷৷ভোলা-চরফ্যাশনে করোনা প্রতিরোধে চাই সকলের সচেতনতা বিষয়ে উপজেলা জলবায়ু ফোরামের ত্রৈমাসিক সমন্বয় সভা সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয়েছে৷
বুধবার (৪ নভেম্বর) বেলা ৩ টায় চরফ্যাশন ব্যবস্থাপনা প্রশিক্ষণ কেন্দ্র, কোস্ট ট্রাস্ট কার্যালয়ে উপজেলা জলবায়ু ফোরামের সভাপতি এম আবু সিদ্দিক এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়৷
এ সময় ফোরামের সাধারণ সম্পাদক কামরুন্নাহার স্নিগ্ধা, সদস্য ইকবাল হোসেন লিখন, অসীম তালুকদার, আকতারুল আলম সামু, নজরুল ইসলাম, মাহমুদা খানম, শাহানুর বিউটি, মনির আসলামী, আমিনুল ইসলাম, সোহেব চৌধুরী, ফারজানা আফরোজ সখী, তরিকুল ইসলাম, সাবিনা ইসলাম উপস্থিত ছিলেন৷
সভায় করোনা প্রতিরোধে সচেতনতা মূলক উঠান বৈঠক, বিভিন্ন বাজারে মাইকিং, লিফলেট বিতরণ এবং জলবায়ু ট্রাস্টের অর্থায়নে চরফ্যাশন উপজেলায় চলমান কাজ পরিদর্শন ও নির্ধারিত দপ্তরের সাথে কাজের গুণগত মান নিয়ে আলোচনা সভার সিদ্ধান্ত হয়৷
সঞ্চালনায় ছিলেন কোস্ট ট্রাস্ট এর সহকারী পরিচালক রাশিদা বেগম৷