সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

তারাকান্দায় মাদ্রাসার শিক্ষার্থীকে ব’লৎ’কা’রের অ’ভি’যোগে শিক্ষক গ্রে’প্তা’র

প্রভাষক জাহাঙ্গীর আলম, তারাকান্দা উপজেলা (ময়মনসিংহ) সংবাদদাতা
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার এক মাদ্রাসা ছাত্রকে(১২)যৌ’ন নি’র্যা’ত’নের অ’ভি’যো’গে মাওলানা শামীম আলম(২৭)নামে এক মাদ্রাসা শিক্ষককে পুলিশ গ্রে’প্তা’র করেছে।

মন্ত্রিপরিষদে নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এর মাধ্যমে ধর্ষণের সংজ্ঞা সংশোধন করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ অধিকতর কার্যকর করার লক্ষ্যে ‘নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ এর খসড়া প্রণয়ন করেছেন।
নতুন আরও  তিনটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেগুলো হলো—

১. সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে এবং সিন্ডিকেট ভাঙতে পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী আনা হয়েছে। প্রাক্কলিত মূল্যের ১০ পার্সেন্টের কম হলে টেন্ডার প্রস্তাব বাতিলের যে বিধান, তা বাতিল করা হয়েছে। আগের কাজের মূল্যায়নের জন্য যে ম্যাট্রিক্স ছিল, যেটা থাকার কারণে একই প্রতিষ্ঠান বারবার কাজ পেতো। এটা বদলে নতুন সক্ষমতা ম্যাট্রিক্স করা হবে। এতে সিন্ডিকেট ভাঙা সম্ভব হবে। বর্তমানে ৬৫ শতাংশ কাজের দরপত্র বা টেন্ডার অনলাইনে হচ্ছে। এটিতে শতভাগে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

২. পরিত্যক্ত বাড়ি বরাদ্দপ্রাপ্তরা আগে নিজ নামে নামজারি করতে পারতেন না। সেই অসুবিধা দূর করতে আইনে সংশোধনী আনা হয়েছে।
৩. চৈত্র সংক্রান্তিতে নির্বাহী আদেশে তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। সাঁওতাল, গারো, খাসিয়া, জৈন্তাসহ সমতলের বাঙালি ছাড়া অন্যান্য জাতিগোষ্ঠী এই ছুটির আওতায় থাকবে।

জানা গেছে,তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের বানিহালা(বড়বাড়ি)জামিয়া কাসিমুল   উলুম মাদ্রাসার নুরানী বিভাগের এক শিক্ষার্থী (১২)কে একই মাদ্রাসার শিক্ষক মাওলানা শামীম আলম (২৭) বিগত ১৫ মে রাতে জোরপূর্বক ভ’য়’ভী’তি প্র’দ’র্শ’ন করে বল’ৎ’কা’র করে। কাউকে জানালে প্রানে মে’রে ফে’লা’র হু’ম’কি দেয়।শিশুটি ভ’য়ে তা’ৎক্ষ’ণি’ক কিছু না বললেও পরবর্তীতে বেশ অসুস্থ হয়ে পড়লে বাড়িতে গিয়ে সবকিছু খু’লে বলে। জরুরী ভিত্তিতে শি’শুটি’কে চিকিৎসার জন্য ময়মনসিংহ   মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে এ বিষয়ে ভি’ক’টি’মের পরিবারের পক্ষ থেকে আজ তারাকান্দা থানায় লিখিত অ’ভি’যোগ করলে,শামিম আলম হুজুর কে গ্রে’ফ’তার করে থানায় নিয়ে আসা হয়।

বিষয়গুলি সমাজের জন্য ক্যান্সারে পরিণত হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102