পুনম শাহরীয়ার ঋতু, ঢাকা:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চদ্রা ত্রিমাড় এলাকায় সোমবার সকালে স্বাস্থ বিধি মোতাবেক কেজি স্কুল খুলে দেয়ার দাবীতে মানববন্ধন করছেন দুই শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের মালিক, শিক্ষক, কর্মচারীরা।
সোমবার সকালে পনে ১১টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চদ্রা ত্রিমোড় এলাকায় কালিয়াকৈর কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের উদ্ধোগে আয়োজিত মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য করেন, কালিয়াকৈর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আহবায়ক মোঃ বায়জিদ হাসান, সদস্য সচিব এম তুষারী, মফিজুর রহমান মফিজ,উজ্জল খান,নাজমুল হক, জহিরুল ইসলাম, নাজমুল ইসলাম, শহিদুল ইসলাম, সোলাইমান, ফজলুল হক প্রমুখ।