চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনার প্রতিবাদে আয়োজিত সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশে দুর্নীতি কমেনি, বরং বেড়েছে। রোববার (২৫ মে) জাতীয় প্রেসক্লাবে ‘দেশ বাঁচাও, বন্দর বাঁচাও’ আন্দোলনের সভায় তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার আমলের দুর্নীতিবাজ কর্মকর্তারা এখনো বহাল থাকায় অন্তর্বর্তী সরকার দুর্নীতি দমন করেনি।
তিনি বলেন, দেশে গণতন্ত্র, মৌলিক অধিকার ও ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত শান্তি ফিরবে না। গয়েশ্বর মন্তব্য করেন, প্রধান উপদেষ্টা ড. ইউনূস সুবিধা নিতে দেহত্যাগ করলেও পদত্যাগ করবেন না। দেশের বন্দর পরিচালনায় দক্ষ লোক না থাকলে বিদেশি বিশেষজ্ঞ আনার কথা বলেন তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন ১২ দলীয় জোটের নেতা সৈয়দ এহসানুল হুদা, মোস্তফা জামাল হায়দার, সাইফুল হক, রুহিন হোসেন প্রিন্স, মজিবুর রহমান মঞ্জু, বজলুর রশিদ ফিরোজ, শাহাদাত হোসেন সেলিম, নূরুল হক নূর ও অন্যান্যরা।