সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, মরদেহেও আঘাত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫

একটি লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে নারীসহ ৯ জন আহত হন। এমনকি মরদেহেও আঘাত করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) রাত ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতদল লাশের সঙ্গে থাকা স্বজনদের মারধর করে নগদ অর্ধ লক্ষাধিক টাকা ও প্রায় ১০টি মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।

ভুক্তভোগীরা জানান, উপজেলার মুকবুলপুর গ্রামের ছবদর আলী ঢাকা মিরপুর আহ্ছানিয়া ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান। রাতেই ঢাকা থেকে মরদেহ অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হচ্ছিল।

পথিমধ্যে নাসিরনগরের বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায় আগ থেকে ওত পেতে থাকা সশস্ত্র ডাকাতরা সড়কে গাছ ফেলে গতিরোধ করে। ডাকাত দল অ্যাম্বুলেন্স ভাঙচুর করে মরদেহের সঙ্গে থাকা ৯ জনকে পিটিয়ে আহত করে। তাদের মোবাইল ও লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়। এ সময় মরদেহেও আঘাত করে ডাকাতদল।

এ বিষয়ে পূর্বভাগ ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর মিয়া বলেন, টাকা ও মোবাইল নিয়েছে দুঃখ নেই। কিন্তু আমার মৃত বাবার লাশের ওপর তারা হামলা করেছে। এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না।

নাসিরনগর থানার ওসি মো. খায়রুল আলম বলেন, যেখানে ডাকাতির ঘটনা ঘটেছে সেই জায়গাটি অপরাধ প্রবণ এলাকা। আগেও সেখানে ডাকাতির ঘটনা ঘটেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102