হীমেল মিত্র অপু
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠক আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডল আজ (০৩ নভেম্বর) মঙ্গলবার বিকেল ৫ টার সময় চিকিৎসাধীন অবস্থায় রংপুরে ডক্টরস ক্লিনিকে প্রয়াত হয়েছেন।
‘ইন্না লিল্লাহি ওয়া ইলাহি রাজিউন।‘
রাজারহাট উপজেলা চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বলেন, কুড়িগ্রাম জেলার বীর মুক্তি যোদ্ধা,
বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক, মুক্তিযুদ্ধের বিশিষ্ট সংগঠক,স্বাধীনতা পুর্ব এবং স্বাধীনতা পরবর্তী সময়ের তুখোড় ছাত্র নেতা,জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ,সকলের প্রিয় পরম শ্রদ্ধার পাত্র আমিনুল ইসলাম (মঞ্জু মন্ডল) অসুস্থ ছিলেন কিছু আজ আকস্মিক তাঁর মৃত্যুর খবর শুনে খুবই মর্মাহত হয়েছি।
ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করছি। তার পরিবার পরিজনদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।