সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

কক্সবাজারে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রশিক্ষণ দিল মার্কিন বাহিনী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫

কক্সবাজার সমুদ্রসৈকত ফায়ার সার্ভিসের কর্মীদের প্রশিক্ষণ দিয়েছে মার্কিন সেনা ও বিমান বাহিনীর সদস্যরা।

বুধবার (২১ মে) সকালে কক্সবাজার সমুদ্রসৈকতের প্যারাসেলিং পয়েন্টে ৪ দিনের এই প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়। এর আগে ১৮ মে থেকে এই কর্মসূচি শুরু হয়।

তবে, মার্কিন সেনা-বিমান বাহিনী দ্বারা এই প্রশিক্ষণের বেশকিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যা নিয়ে নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে নেটিজেনদের।

এ বিষযে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক তানহারুল ইসলাম বলেন, ‘এটা তেমন কিছু নয়। আমরা শুধু প্রশিক্ষণ নিয়েছি। প্রশিক্ষণ শেষ। তারা আজই (বুধবার) চলে যাবেন।’

সমুদ্র সৈকতের প্যারাসেলিং পয়েন্টে এই প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে জানিয়ে উপ-সহকারী পরিচালক বলেন, ‘মার্কিন দূতাবাসের সহযোগিতায় দেশটির সেনা ও বিমানবাহিনীর সদস্যরা বাংলাদেশ ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীদের এই প্রশিক্ষন দেন। সবশেষ আজ প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ করেন প্রশিক্ষকরা।’

তিনি বলেন, ‘মূলত বন্যা, জলোচ্ছ্বাস ও ঘুর্ণিঝড় কবলিত এলাকায় আক্রান্ত মানুষদের উদ্ধার বিষয়ে চার দিনব্যাপী এই প্রশিক্ষণ ছিল। বন্যা ও ঘূর্ণিঝড়ের কবলে আটকে থাকা ব্যক্তিদের এবং পানিতে ভেসে যাওয়াদের উদ্ধারসহ নানান বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণে কক্সবাজার ফায়ার সার্ভিসের ১৫ কর্মকর্তা ও অগ্নিনির্বাপণকারী কর্মী অংশ নেন।’

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102