নিখোঁজের ২০ ঘণ্টা পর সোমবার (১৯ মে) সকাল ৮টার দিকে উপজেলার পোকখালী ইউনিয়নের গোমাতলীর নদী থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে রোববার (১৮ মে) দুপুর ১২টার দিকে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে নিখোঁজ হয় তামিম।
মো. তামিম (১২) উপজেলার পোকখালী ইউনিয়নের পূর্বগোমাতলী গ্রামের মো. আবুল হাশিমের ছেলে।
এ বিষয়টি স্থানীয় পোকখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আমান উল্লাহ নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ওই শিশু মাছ ধরতে নেমে ঈদগাঁও নদীতে ডুবে যায়। এরপর গ্রামের মানুষ অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। সোমবার সকালে ওই শিশুর মরদেহ পাওয়া যায়।’
ঈদগাঁও থানার পরিদর্শক মো. মছিউর রহমান বলেন, ‘ঈদগাঁও নদীতে ডুবে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ সোমবার সকালে উদ্ধার করা হয়েছে। তার মরদেহ স্বজনের কাছে হস্তান্তর হয়েছে।’