পরিবেশ, বন ও জলবায়ু ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, দেশে বালু ও ভূমি দস্যুতা চরমে পৌঁছেছে এবং তা রোধে জেলা প্রশাসকদের (ডিসি) ১০ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার বড়াল নদীর উৎসমুখ পরিদর্শন শেষে তিনি বলেন, দিনে বা রাতে যেকোনো সময় অবৈধভাবে বালু বা মাটি উত্তোলন হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে। তিনি জানান, চারঘাটের বড়াল নদীতে নতুন করে স্লুইসগেটের প্রয়োজন নেই; বরং সমন্বিতভাবে নদী খনন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রকল্পের স্বার্থে নদীর প্রবাহে আর বাধা সৃষ্টি করা যাবে না। ফসলি জমিতে পুকুর খননের সমালোচনা করে তিনি বলেন, এটি পরিবেশের জন্য হুমকি এবং জমির অপচয় রোধ করতে হবে। ফারাক্কা পানি চুক্তি নিয়ে এখনই আলোচনার সময় নয় বলেও তিনি মন্তব্য করেন। নদী ও পরিবেশ রক্ষায় তিনি দায়িত্বপ্রাপ্তদের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।