যশোর শহরের শংকরপুর ছোটনের মোড় এলাকায় কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে একই পরিবারের তিন শিশু আহত হয়েছে।
সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৮টার দিকে শিশুরা মাঠে খেলতে গিয়ে একটি বলের মতো বস্তু পেয়ে তা বাড়িতে নিয়ে আসে। পরে সেটি বিস্ফোরিত হলে খাদিজা খাতুন (৫), সজিব হোসেন (৬) ও আয়েশা খাতুন (৩) আহত হয়। খাদিজা ও সজিব গুরুতর আহত হলে খাদিজাকে ঢাকায় পাঠানো হয়, অন্যদিকে সজিব ও আয়েশা যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীরা জানান, খাদিজা প্রথম ককটেলটি কুড়িয়ে পায় এবং খেলাচ্ছলে সেটি বিস্ফোরিত হয়। কোতোয়ালি মডেল থানার ওসি আবুল হাসনাত জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে। এই দুর্ঘটনা এলাকায় আতঙ্ক ছড়িয়ে দিয়েছে এবং স্থানীয়রা শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, বিস্ফোরকের উৎস এবং দায়ীদের শনাক্তে তদন্ত চলছে।