টাঙ্গাইলের কাতুলী গ্রামে কৃষক শামছুল হককে কুপিয়ে হত্যার ঘটনায় দুই নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১৮ মে) দুপুরে স্পেশাল জজ আদালতের বিচারক দিলারা আলো চন্দনা এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—মৃত রাজ্জাকের স্ত্রী রাহিমা (৫৫) ও মেয়ে রোজিনা আক্তার (৩২)।
২০১৪ সালের ১৯ ফেব্রুয়ারি সকালে শামছুল হক নিজের জমিতে আগাছা পরিষ্কার করছিলেন। পূর্ব বিরোধের জেরে রাজ্জাক, তার স্ত্রী-সন্তানসহ চাপাতি দিয়ে তাকে কুপিয়ে আহত করেন। গুরুতর আহত অবস্থায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হলে তিন দিন পর তিনি মারা যান।
শামছুল হকের স্ত্রী জামিরন বেগম চারজনের বিরুদ্ধে মামলা করেন। বিচার চলাকালে রাজ্জাক মারা যান এবং পুত্র রফিকুলের বয়স কম থাকায় তার মামলা শিশু আদালতে বিচারাধীন। আদালত রাহিমা ও রোজিনাকে দোষী সাব্যস্ত করে রায় প্রদান করেন এবং রায় ঘোষণার পরপরই তাদের টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়।