ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউট (আইইআর) শিক্ষার্থী সাম্য হত্যার তদন্ত ডিবিকে (গোয়েন্দা পুলিশ) হস্তান্তরের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (১৮ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতে তিনি এ আশ্বাস দেন। প্রতিনিধি দলে আইইআরের পরিচালক অধ্যাপক হোসনে আরা বেগম ও কয়েকজন শিক্ষার্থী ছিলেন। সাক্ষাৎ শেষে হোসনে আরা বলেন, তাঁরা দ্রুত বিচার চান এবং উপদেষ্টা মনোযোগ দিয়ে তাঁদের কথা শুনেছেন।
সাম্যের বন্ধু এসএস নাহিন ইসলাম জানান, শাহবাগ থানাকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হলেও অগ্রগতি না পাওয়ায় তারা এ সাক্ষাতের পথ বেছে নেন। উপদেষ্টা ডিবিকে তদন্ত দেওয়ার পাশাপাশি বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার প্রক্রিয়া পরিচালনার আশ্বাস দিয়েছেন। নাহিন বলেন, তাঁরা এখনই কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নেননি। আশ্বাস বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনে যাবেন বলে জানান।