কক্সবাজারের টেকনাফে মিনারা বেগম (৩৫) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (১৭ মে) রাত ৯টার দিকে নিজ বাড়িতে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর স্বামী মো. ইব্রাহিম চার সন্তান নিয়ে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।
নিহত মিনারা সেন্টমার্টিনের বাসিন্দা এবং ২০১৪ সালে ইব্রাহিমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। যৌতুকের দাবিতে স্বামী ইব্রাহিমের সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ইলিয়াস, মিনারার ভাই, অভিযোগ করেন—বিদেশ যেতে টাকা না পাওয়ায় ইব্রাহিম তার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করেছে এবং ঘরের দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে রেখে পালিয়ে গেছে।
স্থানীয়রা বিষয়টি ইলিয়াসকে জানালে তিনি গিয়ে মরদেহ উদ্ধার দেখতে পান। পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং ময়নাতদন্তের জন্য কক্সবাজার পাঠায়। অভিযুক্ত ইব্রাহিমের ফোন বন্ধ রয়েছে। মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে টেকনাফ থানা।