সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

বাংলাদেশের বিরুদ্ধে ভারত পানিকে মারণাস্ত্র হিসেবে ব্যবহার করছে

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে ‘ভারত পানিকে মারণাস্ত্র হিসেবে ব্যবহার করছে। পৃথিবীর অন্য কোনও দেশ তার প্রতিবেশী দেশের সঙ্গে এমনটি করে না। পানি নিয়ে বিশ্বের অনেক দেশের সঙ্গে সমস্যা হলেও তার সমাধান হয়ে যায়। কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের পানি নিয়ে বিবদমান সমস্যার কোনও সমাধান হয় না। তাই দেশের জাতীয় স্বার্থে সব নাগরিক এবং স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে ভারতে কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায় করে নিতে হবে।

গতকাল শুক্রবার (১৬ই মে) ফারাক্কা দিবস উপলক্ষে ‘জিয়া পরিষদ’ যশোর আয়োজিত ‘ঐতিহাসিক ফারাক্কা দিবস ও আজকের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

প্রেসক্লাব যশোর অনুষ্ঠিত আলোচনা সভায় অধ্যাপক নার্গিস বেগম বলেন, ‘জল এবং স্থল উভয়পথে আমাদের দেশের ওপর আগ্রাসন চালাচ্ছে। ভারত পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করে দেশকে মরুভূমিতে পরিণত করছে। আমাদের প্রাণপ্রকৃতি জীব ও বৈচিত্র্য হুমকির মধ্যে পড়ছে। পরিবেশ আন্দোলন আরও জোরদার করতে হবে। এই ক্ষেত্রে পরিবেশবাদী সংগঠন সমূহ কে জোরালো ভূমিকা রাখতে হবে। ফারাক্কা নিয়ে ভারত আমাদের সঙ্গে যাহা করছে, তা বিশ্ব বাসীকে জানিয়ে দিতে হবে।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসহাক।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102