সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

শাহ আউলিয়া (রহ:)বাগ হাফিজিয়া মাদ্রাসায় আলো ছড়াচ্ছেন মাওলানা তাওহিদুল

মোঃ তরিকুল মোল্লা, (ফকিরহাট,বাগেরহাট সদর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫

ফকিরহাটের বালিয়াডাঙ্গা শাহ আউলিয়া (রহ:)বাগ হাফিজিয়া মাদ্রাসায় আলো ছড়াচ্ছেন মাওলানা তাওহিদুল

বাগেরহাটের ফকিরহাটের শাহ আউলিয়া (রহঃ) বাগ হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক (মুহতামিম) হাফেজ মাওলানা মো. তাওহিদুল ইসলাম ইসলামের আলো ছড়াচ্ছেন। তিনি তিনি দীর্ঘ সাত-আট মাস যাবৎ সৎ ও সততার সঙ্গে তার দায়িত্ব পালন করে আসছেন। তিনি সুন্দরভাবে মাদ্রাসার ছেলেদের পড়াশোনার দিকে মনোযোগী করে গড়ে তুলেছেন। মাদরাসার শিক্ষার্থীদের সহি ও শুদ্ধভাবে কুরআন শিক্ষার পাশাপাশি শাহ আউলিয়া বাগ (রহঃ) জামে মসজিদের ইমামতি করছেন দীর্ঘদিন ধরে। তিনি সততার সঙ্গে দায়িত্ব পালন করায় এলাকায় তার সুনাম ছড়িয়ে পড়ে।
হাফেজ মাওলানা তাওহিদুল ইসলাম বলেন, মহান আল্লাহ তা’য়ালার কাছে শুকরিয়া। অত্র প্রতিষ্ঠানের প্রধান হিসেবে আল্লাহ রাব্বুল আল আমীন, যিনি আমাকে কুরআন শিক্ষা দেওয়ার তৌফিক দিয়েছেন, আমি তার বান্দাহ। একমাত্র আল্লাহ সব কিছুর মালিক।

তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করেন, জুলাইয়ের গণ অভ্যুত্থানে যাদের ত্যাগের বিনিময়ে ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের সমাপ্তি হয়েছে। তাদের আত্মার মাহফিরাত কামনা করেন। ওই মাদ্রাসার সকল ছাত্রদের সঠিক দিক নির্দেশনা প্রদান করা হচ্ছে। তাদেরকে সততা ও নিষ্ঠার সঙ্গে কুরআন শিক্ষা দেয়া হয়, যাতে পরবর্তী উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য তারা উদ্ভুদ্ধ হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102