বেতন-ভাতা পরিশোধসহ পাঁচ দফা দাবিতে বাগেরহাটে মানববন্ধন করেছেন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক গণশিক্ষা প্রকল্পের শিক্ষক, পরিদর্শক ও কর্মচারীরা। শনিবার (১৭ মে) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
বক্তারা জানান, পাঁচ মাস ধরে বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। ঈদুল আজহার আগে বকেয়া বেতন, বোনাস ও প্রকল্পের দ্রুত অনুমোদনের দাবি জানান বক্তারা।
তাদের দাবি—অষ্টম পর্যায়ের প্রকল্প অনুমোদন, বর্তমান জনবলকে রাজস্বভুক্তকরণ, সপ্তম পর্যায়ের জনবলকে স্বয়ংক্রিয়ভাবে অষ্টম পর্যায়ে স্থানান্তর এবং বেতন বৃদ্ধির বিষয়গুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে।
মানববন্ধনে বক্তব্য দেন মাওলানা বশির উদ্দিন, হাফেজ আব্দুল্লাহ আল মামুন, মাওলানা মাহবুবুর রহমানসহ আরও অনেকে। বক্তারা দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।