সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

চলন্ত ট্রেন থেকে পড়ে যুবকের পা বিচ্ছিন্ন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫

নাটোরের লালপুরে চলন্ত ট্রেন থেকে পড়ে রাহাত আলী (২৪) নামে এক যাত্রীর পা বিচ্ছিন্ন হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে।

গতকাল বৃহস্পতিবার (১৫ মে) রাত ৯টার দিকে উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশন সংলগ্ন করিমপুর রেলগেট এলাকায় রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের একটি বগির দরজা থেকে পড়ে যান তিনি।

আহত রাহাত আলী পাবনার ঈশ্বরদী উপজেলার ফতে মোহাম্মদপুর গ্রামের করম আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে ছিলেন রাহাত। চলন্ত ট্রেনের হঠাৎ ঝাঁকুনিতে তিনি ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। এ সময় ট্রেনের চাকায় কাটা পড়ে তার ডান পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক রাহাতকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান উন্নত চিকিৎসার জন্য।

বিষয়টি নিশ্চিত করে আব্দুলপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার জিয়া উদ্দিন বলেন, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ট্রেন চলাকালে দরজার পাশে না দাঁড়ানোর পরামর্শ দেওয়া হয়। কিন্তু অনেকেই এই নিয়ম মানেন না। সচেতনতাই এমন দুর্ঘটনা রোধের একমাত্র উপায়।

জিয়া উদ্দিন আরও বলেন, রেল কর্তৃপক্ষ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে সতর্কতামূলক প্রচারণা চালালেও অনেক সময় যাত্রীদের অসতর্কতা থেকেই এমন দুর্ঘটনা ঘটে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102