ময়মনসিংহে সাবেক বিরোধীদলীয় নেত্রী ও জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদের পৈতৃক বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে নগরীর গঙ্গাদাস গুহ রোডে অবস্থিত বাসভবনটিতে ভাঙচুরের ঘটনা ঘটে। হামলা করে নির্মাণাধীন স্থাপনা ও পুরোনো বাড়ির ভেতরের আসবাবপত্র ভাঙচুর করা হয়।
এ সময় বিক্ষোভকারীরা রওশন এরশাদের বাড়িটিকে ‘দালাল মহল’ ঘোষণার দাবিতে স্লোগান দেয়। এছাড়া উত্তেজিত বিক্ষোভকারীরা নির্মাণাধীন রেস্টুরেন্টের দেয়াল এবং বাসভবনের ভেতরে প্রবেশ করে বেশ কিছু আসবাবপত্র ভাঙচুর করে।
স্থানীয়রা জানায়, গত ৫ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে রওশন এরশাদের ‘সুন্দর মহল’ একটি ‘কুটুমবাড়ী’ নামের রেস্টুরেন্টের কাছে ভাড়া দেয়া হয়। এরপর থেকে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ বাড়িটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে সেখানে রেস্টুরেন্ট নির্মাণের কাজ শুরু করে।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, ভবনটিকে দালাল মহল হিসেবে চিহ্নিত করেছিলেন বৈষম্যবিরোধী ছাত্ররা। বাণিজ্যিক স্থাপনার নির্মাণকাজ চলায় ক্ষোভ থেকে সেখানে গিয়ে ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, এর আগে গত ২৩ এপ্রিল বাড়িটিকে বাণিজ্যিক ভবন না করে জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণের দাবিতে মানববন্ধন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ নিয়ে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপিও দেয়া হয়।