শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:১৮ অপরাহ্ন

বিস্ফোরক মামলায় কাশিমপুর থেকে জামিনে মুক্ত ২৭ সাবেক বিডিআর সদস্য

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

পিলখানা বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় জামিনে মুক্তি পেয়েছেন আরও ২৭ সাবেক বিডিআর সদস্য। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০টা থেকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের বিভিন্ন ইউনিট থেকে তাদের মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

তিন কারাগার ইউনিট থেকে মুক্তি
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ১২ জন, পার্ট-১ থেকে ৫ জন এবং পার্ট-২ থেকে ১০ জনকে জামিনে মুক্তি দেওয়া হয়। তাদের জামিন আদেশ আসে সোমবার (১৩ মে) ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ আদালত (প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ) থেকে। আদালতের বিচারক ইব্রাহীম মিয়া বিস্ফোরক আইনের মামলায় ৪০ জনের জামিন আবেদন মঞ্জুর করেন।

কারা সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে জামিনপ্রাপ্ত ২৭ জনের প্রয়োজনীয় কাগজপত্র কারাগারে পৌঁছায়। যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার সকালে তাদের মুক্তি দেওয়া হয়।

এর আগেও বহুজন জামিনে মুক্ত
এই মামলায় এর আগে হত্যা মামলায় খালাস পাওয়া ১৭৮ জন সাবেক বিডিআর সদস্য বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিনে মুক্তি পেয়েছিলেন। নতুন করে ৪০ জনের জামিন পাওয়ার ফলে পিলখানা বিদ্রোহ সংশ্লিষ্ট বিস্ফোরক মামলায় জামিনপ্রাপ্তদের সংখ্যা দাঁড়াল ২১৮ জনে।

পরিবারের আবেগঘন মুহূর্ত
জামিনে মুক্তি পাওয়া সাবেক বিডিআর সদস্যদের অনেকেই কারা ফটকে আত্মীয়-স্বজনের অশ্রুসজল চোখ ও আবেগঘন আলিঙ্গনের মধ্য দিয়ে কারাগার ত্যাগ করেন। কারা ফটকে স্বজনদের অপেক্ষা করতে দেখা যায় সকাল থেকেই।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মোহাম্মদ আল মামুন বলেন, “বুধবার বিকেলে কাগজপত্র হাতে পাওয়ার পর নিয়ম অনুযায়ী যাচাই করে বৃহস্পতিবার সকালে তাদের মুক্তি দেওয়া হয়।”

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102