শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:০১ অপরাহ্ন

সুন্দরবন রক্ষায় নতুন শিল্প স্থাপনে নিষেধাজ্ঞা, সরকারে প্রজ্ঞাপন জারি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫

সুন্দরবনের চারপাশে ১০ কিলোমিটার এলাকাজুড়ে নতুন কোনো শিল্পপ্রতিষ্ঠান বা প্রকল্প স্থাপন নিষিদ্ধ করেছে সরকার। পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী সোমবার (১২ মে) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ-৩ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)’-এর ধারা ৫ এর ক্ষমতাবলে সুন্দরবন রিজার্ভ ফরেস্টের চারপাশে ১০ কিলোমিটার এলাকাজুড়ে ঘোষিত ‘প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (Ecologically Critical Area – ECA)’-র মধ্যে নতুন কোনো শিল্পপ্রতিষ্ঠান বা প্রকল্প নির্মাণে নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

তবে পরিবেশবান্ধব ও পরিকল্পিত কিছু কার্যক্রম চালুর সুযোগ রাখা হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, ইসিএ ঘোষণার আলোকে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, পরিবেশগত মান উন্নয়ন, দূষণ নিয়ন্ত্রণ, প্রশমন এবং টেকসই ব্যবস্থাপনার লক্ষ্যে পরিকল্পিত পরিবেশবান্ধব কার্যক্রম গ্রহণ করা যাবে।

এর আগে গত ২১ এপ্রিল অন্তর্বর্তীকালীন সরকার এ সংক্রান্ত নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে। সে অনুযায়ী সোমবার আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হলো।

বিশেষজ্ঞরা মনে করছেন, এ সিদ্ধান্ত সুন্দরবনকেন্দ্রিক পরিবেশগত ভারসাম্য রক্ষায় একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ভূমিকা রাখবে। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার পরিবেশ রক্ষার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102