দিনাজপুরের কাহারোলে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন। রোববার (১১ মে) রাত সাড়ে ৮টার দিকে ১নং ডাবর ইউনিয়নের কাশিপুর হাওয়া ইটভাটার সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঠাকুরগাঁওয়ের আরিফুল ইসলাম (২৮) ও সাইদুল ইসলাম (৩৬)। আহত ফিরোজুল ইসলাম (৪৫) বর্তমানে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
তিনজন একটি বিয়ের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই দুজন মারা যান।
কাহারোল থানার ওসি রুহুল আমিন ঘটনাটি নিশ্চিত করেছেন এবং জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ধরনের দুর্ঘটনা এড়াতে সড়ক নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।