লা লিগায় রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা ম্যাচ মানেই অন্যরকম এক উন্মাদনা। আজ রোববার (১১ মে) ম্যাচের প্রথম ৪৫ মিনিটেই গোল হয়েছে ৬টি। যেখানে প্রত্যাবর্তনের এক অনন্য ইতিহাস তৈরি করেছে বার্সেলোনা।
শুধু প্রত্যাবর্তন পর্যন্তই থেমে থাকেনি হান্সি ফ্লিকের শিষ্যরা। শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা।
যদিও ম্যাচের শুরুতে বিশ্বকাপজয়ী ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে রিয়াল মাদ্রিদ ম্যাচের মাত্র ১৫ মিনিটের মধ্যেই ২-০ গোলে এগিয়ে যায়। প্রথম সুযোগটি পেনাল্টি থেকে পেয়ে সুযোগ হাতছাড়া করেননি এমবাপ্পে। এর ঠিক ১০ মিনিটের মধ্যেই দ্বিতীয় গোলটি করে ব্যবধান দ্বিগুণ করে বার্সেলোনা।
কিন্তু এরপর বার্সেলোনার আক্রমণের ধারে একের পর এক গোল হজম করতে হয় আনচেলত্তির শিষ্যদের।
১৯ মিনিটে এরিক গার্সিয়া কাতালানদের হয়ে প্রথম গোলটি করেন। এরপর একে একে লামিনে ইয়ামাল ম্যাচের ৩২ মিনিটে এবং রাফিনিয়া ৩৪ এবং ৪৫ মিনিটে জোড়া গোল করে বার্সেলোনাকে ৪-২ গোলে এগিয়ে দেন।
প্রথমার্ধের পর খেলার গতি কিছুটা কমে আসে। আক্রমণ পাল্টা আক্রমণ চললেও গোলের দেখা পাচ্ছিলো না কোনো দলই। ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে থাকা রিয়াল মাদ্রিদ ৭০ মিনিটে পেয়ে যান সুবর্ণ সুযোগ। নিজের হ্যাটট্রিক পূর্ণ করে ৪-২ গোলে পিছিয়ে থাকা মাদ্রিদ ব্যবধান কমায় ৪-৩ এ।
কিন্তু এরপর আর বহুল আকাঙ্ক্ষিত গোলটি পায়নি মাদ্রিদ। অবশেষে বার্সার অলিম্পিক স্টেডিয়াম থেকে ৪-৩ ব্যবধানে হেরেই মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা।