শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:০২ অপরাহ্ন

আবদুল হামিদ কীভাবে বিদেশ গেলেন, তদন্ত করবেন ৩ উপদেষ্টা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশ যাত্রার ঘটনাটি তদন্তে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। আজ রোববার (১১ মে) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির সভাপতি করা হয়েছে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারকে। সদস্য হিসেবে রয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং নৌ পরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটি ৭ মে সাবেক রাষ্ট্রপতির বিদেশ গমনের পদ্ধতি, এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বে কোনো ধরনের গাফিলতি বা ব্যত্যয় ঘটেছে কি না এবং কারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন—এই বিষয়গুলো পর্যালোচনা করবে। সেই সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা সম্পর্কে সুপারিশও দেবে।

কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কার্যক্রমের জন্য প্রয়োজনীয় দলিলপত্র, যন্ত্রপাতি ও সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও সংস্থার সহযোগিতা নেওয়ার এখতিয়ারও কমিটিকে দেওয়া হয়েছে। প্রয়োজনে কমিটি নতুন সদস্য কো-অপ্ট করতে পারবে। কমিটিকে সাচিবিক সহায়তা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102