শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন

বিকেলে জুলাই ঐক্য’র জরুরি বৈঠক, আসতে পারে নতুন সিদ্ধান্ত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫

জরুরি বৈঠক ডেকেছে আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলনের অন্যতম প্লাটফর্ম ‘জুলাই ঐক্য’ । রোববার (১১ মে) বিকেল ৫টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

ওই সভা থেকে আন্দোলন নিয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন জুলাই ঐক্যের অন্যতম সংগঠক মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ।

আপ বাংলাদেশ, জেআরএ, ইনকিলাব মঞ্চসহ ৬০টিরও বেশি সংগঠনের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জুলাই ঐক্য। যাদের মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সংগঠকরাও রয়েছেন। গত ৫মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক বৈঠকের মধ্য দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবি বাস্তবায়নে কাজ করে চলেছে সংগঠনটি।
জুলাই ঐক্যে আরও রয়েছে – জুলাই রেভ্যুলোশনারি জার্নালিস্ট অ্যালায়েন্স (জেআরজেএ), জুলাই রেভুলোশনারি অ্যালায়েন্স, বিপ্লবী ছাত্র পরিষদ, এন্টি ফ্যাসিস্ট কোয়ালিশন, Private University National Association of Bangladesh (PUNAB), Students Alliance for Democracy (SAD), Private University Students Alliance of Bangladesh-PUSAB, রক্তিম জুলাই, সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক, ঢাবি, নিরাপদ বাংলাদেশ চাই, একতার বাংলাদেশ, ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম, HRSS, জুলাই বিগ্রেড, স্টুডেন্ট রাইটস ওয়াচ, আজাদ ফিলিস্তিন, জুলাই বিপ্লব পরিষদ, স্টুডেন্ট রাইটস এসোসিয়েশন, আমাদের মোহাম্মদপুর, জাস্টিস ফর অল, রেড এলায়েন্স, ছাত্র নাগরিক ঐক্য, ইউথ ফর পিস, ঢাকা মুভমেন্ট, ধানমন্ডি এলায়েন্স, কমিউনিটি এলায়েন্স, জুলাইয়ের প্রেরণা, মুক্তির আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, জনতার ঐক্য, আগামীর বাংলাদেশ, জুলাই মঞ্চ, তরুণ, বাংলাদেশের সচেতন শিক্ষার্থী সমাজ (বাসশিস), পিপল এক্টিভিস্ট কোয়ালিশন, জুলাই ঐক্য- জবি, সার্বভৌমত্ব আন্দোলন, বৈষম্যবিরোধী প্রকৌশলী পরিষদ, জাস্টিস ফর জুলাই, আজাদী ফ্রন্ট, দ্যা রেড জুলাই, জুলাই ম্যাসাকার আর্কাইভ, জুলাই সংগ্রাম পরিষদ, জুলাই অনলাইন এক্টিভিস্ট ফোরাম, জুলাই স্মৃতি সংরক্ষণ পরিষদ, ছত্রিশ জুলাই পরিষদ, আগ্রাসন বিরোধী আন্দোলন, সাধারণ আলেম সমাজ, এসো দেশ গড়ি, জুলাইয়ের সাংবাদিক।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102