বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন

বিরলে ইরি-বোরো ধান কাটার উদ্বোধন করলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫

দিনাজপুরের বিরল উপজেলায় ইরি-বোরো ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অবঃ)। অনুষ্ঠানে তিনি কৃষকদের সঙ্গে কথা বলেন এবং মাঠ পর্যায়ে উৎপাদন পরিস্থিতি প্রত্যক্ষ করেন।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত দুই যুগের তুলনায় এবার ফলন সর্বোচ্চ পর্যায়ে যেতে পারে বলে তারা আশাবাদী। বিদ্যুৎ লোডশেডিং না থাকায় সেচ খরচ কম হয়েছে, ফলে উৎপাদন খরচও কমেছে। রাজনৈতিক স্থিতিশীলতা এবং নতুন সরকারের আগমনের পর কৃষকেরা যেন এক নতুন আশার আলো দেখছেন। একজন কৃষক বলেন, “ফ্যাসিবাদী যুগের অবসানের পর আল্লাহর রহমত নেমে এসেছে।” উপদেষ্টার সরাসরি অংশগ্রহণ তাদের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়েছে।

এই ধান কাটার উদ্বোধন শুধু একটি মৌসুমি কর্মযজ্ঞ নয়, বরং এটি দেশের খাদ্যনিরাপত্তা, কৃষি উন্নয়ন এবং কৃষকদের আত্মবিশ্বাস বৃদ্ধির এক প্রতীক হয়ে উঠেছে। কৃষক ও প্রশাসনের সমন্বয়ে বাংলাদেশের কৃষিক্ষেত্র আরও এগিয়ে যাবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102