ঢাকার সাভারে এক হৃদয়বিদারক ঘটনায় নিজের বাবাকে কুপিয়ে হত্যা করেছে জান্নাত জাহান শিফা (২৩) নামের এক মেয়ে। ভোররাতে হত্যা করার পর সে নিজেই জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশে খবর দেয় এবং আত্মসমর্পণ করে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ভোরে সাভার পৌরসভার মজিদপুর এলাকার কাঁঠালবাগান মহল্লায়। নিহত ব্যক্তি মো. আব্দুস সাত্তার (৫৬), নাটোর জেলার সিংড়া থানার ভগা গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গত পাঁচ মাস ধরে আব্দুস সাত্তার ও তার মেয়ে শিফা রানা প্লাজার পেছনে একটি বহুতল ভবনের পঞ্চম তলায় ভাড়া থাকতেন। বুধবার রাতে ভাতের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে বাবাকে খাওয়ান শিফা। গভীর রাতে, ভোর ৪টার দিকে, সাত্তার গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লে শিফা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করেন।
এরপর জান্নাত জাহান শিফা নিজেই ৯৯৯-এ কল করে পুলিশকে জানান, “আমি আমার বাবাকে হত্যা করেছি, আমাকে ধরে নিয়ে যান।” সংবাদ পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং হত্যাকারী মেয়েকে আটক করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ভবনের ফ্ল্যাটে আব্দুস সাত্তার, তার মেয়ে শিফা এবং আরও দুজন নারী সাবলেট হিসেবে বসবাস করতেন। জানা যায়, অভিযুক্ত মেয়ে ও অন্য দুই নারী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। আব্দুস সাত্তার এসব কাজের প্রতিবাদ করায় পারিবারিক বিরোধ বাড়তে থাকে, যা শেষ পর্যন্ত হত্যাকাণ্ডে রূপ নেয়।
সাভার মডেল থানার ডিউটি অফিসার (এএসআই) ভিবা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে এবং বিস্তারিত জানার চেষ্টা করছে।