পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ভারতীয় একটি ড্রোন এসে আছড়ে পড়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। ঘটনার পর নিরাপত্তা বিবেচনায় আজকের ম্যাচসহ বাকি সব খেলা স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় রাত ৯টায় পেশোয়ার জালমি ও করাচি কিংসের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পেশোয়ারের হয়ে মাঠে নামার কথা ছিল বাংলাদেশি তরুণ পেসার নাহিদ রানার। তবে সকালে ঘটে যাওয়া ড্রোন হামলার ঘটনায় পুরো পরিস্থিতি বদলে যায়।
আল-জাজিরার প্রতিবেদন
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার বরাত দিয়ে জানা গেছে, বৃহস্পতিবার সকালে স্টেডিয়ামে একটি ড্রোন আছড়ে পড়ে এবং এতে স্টেডিয়ামের একাংশ ক্ষতিগ্রস্ত হয়। যদিও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে নিরাপত্তার ঝুঁকি এড়াতে তাৎক্ষণিকভাবে ম্যাচটি বাতিল এবং ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নেয় পিসিবি।
পিএসএলের বাকি ম্যাচ করাচিতে?
সূত্র বলছে, পিএসএলের বাকি ম্যাচগুলো করাচি ন্যাশনাল স্টেডিয়ামে স্থানান্তরের চিন্তাভাবনা করছে আয়োজক কমিটি। তবে এ বিষয়ে এখনো পিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।
বাংলাদেশি ক্রিকেটাররা নিরাপদ
এই ঘটনায় বাংলাদেশি পেসার নাহিদ রানাসহ কোনো বিদেশি ক্রিকেটার আহত হননি বলে জানা গেছে। নিরাপত্তা আরও জোরদার করে খেলোয়াড়দের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
ভারত-পাকিস্তান উত্তেজনার ছাপ খেলাধুলায়ও
ভারত-পাকিস্তানের চলমান রাজনৈতিক ও সামরিক উত্তেজনার মধ্যেই এই হামলার ঘটনা ঘটলো। বিশ্লেষকরা বলছেন, দুই দেশের মধ্যে টানাপোড়েনের প্রভাব এবার স্পষ্টভাবে পড়ছে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনেও।