শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন

এক ভবনে থাকছেন না শাশুড়ি ছেলের বউ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

দীর্ঘ ১৭ বছর পর বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরেছেন পুত্রবধূ ডা. জোবাইদা রহমান। তবে শাশুড়ি বউ একসাথে এক বাড়িতে উঠছেন না। খালেদা জিয়া ‘ফিরোজায়’ উঠলেও জোবাইদা রহমান উঠবেন ‘মাহবুব ভবনে’।

রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ‘মাহবুব ভবন’। বাড়িটি  জোবাইদা রহমানের প্রয়াত বাবা সাবেক নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের। অসুস্থ মাকে সেবা দিতেই বাবার বাড়িতে উঠবেন তিনি।

এরিমধ্যে বাসার পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ শেষ হয়েছে। জোবাইদার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতেও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বাড়িটিতে।

এছাড়া বাড়ির চারপাশে নজরদারি বাড়ানো হয়েছে। বাড়িটির দায়িত্বে থাকবেন সিএসএফ সদস্যরা, সঙ্গে থাকবেন পুলিশও। জোবাইদা রহমানের যাতায়াত ও নিরাপত্তার জন্য পৃথক যানবাহনের ব্যবস্থাও করা হয়েছে।

এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানের ভাড়া বাসা ফিরোজায় পৌঁছেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তারেক রহমানের গুরুতর অসুস্থতার পর আদালতের নির্দেশে চিকিৎসার জন্য তাকে লন্ডনে পাঠানো হয়। সে সময় তার সঙ্গে যান স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

ওয়ান-ইলেভেনের সেনাসমর্থিত সরকারের আমলে এই পরিবারটি দেশ ছাড়ে এবং দীর্ঘদিন ধরে তারা লন্ডনে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102