বাস ও সিএনজি শ্রমিকের মধ্যে মারামারিকে কেন্দ্র করে জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের কারণে ভোলা থেকে ৫ রুটে বন্ধ হয়ে পড়েছে বাস চলাচল।
সোমবার (৫ মে) সকাল থেকে ৫ রুটে বাস চলাচল বন্ধের কারণে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এর আগে রোববার যাত্রী উঠানোকে কেন্দ্র করে ভোলায় বাস শ্রমিক ও সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকদের দ্বন্দ্বে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করে বাসশ্রমিক ইউনিয়ন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে ভোলার বাংলাবাজার সংলগ্ন এলাকায় সাইট দেওয়াকে কেন্দ্র করে অটোরিকশাচালক ও বাস শ্রমিকদের মধ্যে প্রথমে তর্কবিতর্ক হয়।
একপর্যায়ে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ভেদুরিয়া, কুঞ্জেরহাট ও লালমোহনে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষে জড়ায় তারা। এ সময় সিএনজি চালিত কয়েকটি অটোরিকশা ও বাস ভাঙচুরের ঘটনাও ঘটে।