প্রায় ১০ মাস পর আবারও চালু হয়েছে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস।কোটা সংস্কার আন্দোলনের সময় অগ্নিসংযোগের ঘটনায় আঞ্চলিক পাসপোর্ট অফিসটি ক্ষতিগ্রস্ত হয়েছিল।
রোববার (৪ মে) সকালে আনুষ্ঠানিকভাবে আঞ্চলিক পাসপোর্ট অফিসটি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
উদ্বোধনের পর জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘এই অফিসে কোনো প্রকার দালালচক্রের স্থান হবে না। আমি নাগরিকদের অনুরোধ করব, কেউ যেন দালালের আশ্রয় না নেন। আমরা পাসপোর্ট সেবাকে শতভাগ স্বচ্ছ ও হয়রানিমুক্ত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। কোথাও দালালচক্রের উপস্থিতি বা কার্যকলাপের খবর পাওয়া মাত্রই আমরা তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করব এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।’