ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের গুলিতে ২৬ জন নিহত হওয়ার ঘটনার ১১ দিন অতিক্রম করেছে। তবে এ ঘটনায় এখনো উত্তেজনা বিরাজ করছে দুই প্রতিবেশী দেশ ভারত-পাকিস্তানের মধ্যে। দিনদিন এ উত্তেজনা আরও বাড়ছে। ২২ এপ্রিলের ওই হামলার পর থেকে পারমাণবিক শক্তিধর এই দুই প্রতিবেশী একে অপরের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিয়েছে। ভারত এই হামলার জন্য পরোক্ষভাবে পাকিস্তানকে দায়ী করেছে, যদিও ইসলামাবাদ এই হত্যাকাণ্ডে তাদের ভূমিকা অস্বীকার করেছে এবং নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে।
এ ঘটনায় ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে। পাকিস্তানও ১৯৭২ সালের সিমলা চুক্তি থেকে সরে আসার পাল্টা হুমকি দিয়েছে। শুধু তাই নয়, উভয় দেশ একে অপরের নাগরিকদের বহিষ্কার করেছে এবং কূটনৈতিক মিশনের সংখ্যা কমিয়েছে।