বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৬:৩২ পূর্বাহ্ন

আ. লীগ নিষিদ্ধসহ ৪ দফা দাবিতে শাহবাগে ‘শহীদি সমাবেশ’ শুরু

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

জুলাই, পিলখানা ও শাপলা চত্বরের গণহত্যার বিচার এবং গণহত্যাকারী হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগে ‘শহীদি সমাবেশ’ শুরু হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল ৩টার পর জাতীয় জাদুঘরের সামনে ‘ইনকিলাব মঞ্চ’-এর ব্যানারে এ সমাবেশ শুরু হয়।

সমাবেশে অংশ নেওয়া বক্তারা বলেন, ‘আওয়ামী লীগ বারবার রাষ্ট্রীয় বাহিনী ও ক্ষমতার অপব্যবহার করে জনগণের রক্ত ঝরিয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোনো বিচার হয়নি। এ পরিস্থিতিতে জনগণের পক্ষে দাঁড়ানো প্রতিটি নাগরিকের উচিত—গণহত্যার বিচার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে অংশগ্রহণ করা।’

সমাবেশ থেকে চার দফা দাবি উত্থাপন করা হয়

১. জুলাই গণহত্যার বিচার: আগামী ১০০ দিনের মধ্যে জুলাইয়ে সংঘটিত গণহত্যার দৃশ্যমান বিচার শুরু করতে হবে। পাশাপাশি নির্বাহী আদেশ, আদালতের রায় অথবা রাজনৈতিক সমঝোতার মাধ্যমে আওয়ামী লীগকে সাংবিধানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

২. শাপলা চত্বরের ঘটনার স্বীকৃতি ও তদন্ত: ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়ে জাতিসংঘের সহায়তায় একটি নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করতে হবে। সেই সঙ্গে শহীদদের তালিকা প্রকাশ ও বিচার কার্যক্রম শুরু করতে হবে।

৩. পিলখানা হত্যাকাণ্ডের প্রতিবেদন প্রকাশ: পিলখানা হত্যাকাণ্ড নিয়ে গঠিত তদন্ত কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করে সুপারিশসমূহ দ্রুত বাস্তবায়ন করতে হবে।

৪. নির্বাচনী ইশতেহারে গণহত্যার বিচার: দেশের সব রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগের নেতৃত্বাধীন গণহত্যাগুলোর বিচারের বিষয়ে স্পষ্ট ধারা অন্তর্ভুক্ত করতে হবে।

ইনকিলাব মঞ্চ জানায়, এই চার দফা দাবিতে আগামী ১০০ দিন দেশের ৬৪ জেলায় গণসংযোগ ও প্রচার অভিযান চালানো হবে।

দাবি আদায়ে ব্যর্থ হলে আগামী ৩৬ জুলাই (৫ আগস্ট) ‘মার্চ ফর বাংলাদেশ’ কর্মসূচির আওতায় শাহবাগ থেকে সচিবালয় অভিমুখে পদযাত্রা ও ঘেরাও কর্মসূচি পালিত হবে।

সমাবেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ছাড়াও সংগঠনের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ‘এ লড়াই কেবল বিচার পাওয়ার নয়, এ লড়াই ন্যায় ও ইনসাফের রাষ্ট্র নির্মাণের।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102