বিদায়ী মার্চ মাসে দেশে ৫৮৭টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৬০৪ জন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে ৮৯ জন নারী, শিশু ৯৭ জন। আর আহত হয়েছেন অন্তত ১ হাজার ২৩১ জন। দুর্ঘটনার মধ্যে ৪১ দশমিক ২২ শতাংশ ঘটেছে মোটরসাইকেলে।
শনিবার (১২ এপ্রিল) রোড সেফটি ফাউন্ডেশন প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
রোড সেফটি বলেছে, মার্চে মোটরসাইকেল দুর্ঘটনায় ২৩৩ জন নিহত হয়েছেন। মোটরসাইকেলের পর থ্রি-হুইলার দুর্ঘটনায় যাত্রী (ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-অটোভ্যান) ১১৯ জন নিহত হয়েছেন।
এই মাসে আঞ্চলিক সড়কে সবচেয়ে বেশি ৪৩ দশমিক ৬১ শতাংশ দুর্ঘটনা ঘটেছে। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার ঘটেছে বেশি।