বাংলাদেশ পুলিশের অফিসিয়াল লোগো পরিবর্তন করা হয়েছে। নতুন লোগোতে আর দেখা যাবে না ঐতিহ্যবাহী নৌকা—যেটি এতদিন পুলিশের পরিচয়ের অংশ ছিল।
মঙ্গলবার (২২ এপ্রিল) পুলিশের সদরদপ্তর এই পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করে। পরিবর্তিত লোগোটি প্রকাশ করা হয়েছে পুলিশের অফিসিয়াল ফেসবুক পেইজে।
নতুন লোগোতে স্থান পেয়েছে—
দুই পাশে ধান ও গমের শীষ
উপরে তিনটি পাট পাতা
মাঝখানে পানিতে ভাসমান শাপলা
নিচে বাংলায় লেখা ‘পুলিশ’
পুলিশ সদরদপ্তরের আগের এক আদেশে জানানো হয়েছিল, আধুনিক সময় ও মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য রেখেই লোগোর এই রূপান্তর।
নতুন লোগো এখন থেকে পুলিশের সকল অফিসিয়াল কাগজপত্র, ওয়েবসাইট ও ইউনিফর্মে ধাপে ধাপে প্রতিস্থাপিত হবে বলে জানানো হয়েছে।