বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৮:২২ অপরাহ্ন

রেমিট্যান্স সহজ করতে কুইকসেন্ডের সঙ্গে ব্র্যাক ব্যাংকের চুক্তি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

দেশে রেমিটেন্স প্রবাহ সহজতর করতে অস্ট্রেলিয়ান ফিনটেক কোম্পানিকুইকসেন্ড-এর সাথে রেমিটেন্স চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।এই চুক্তির ফলে ব্র্যাক ব্যাংকের সাথে প্রবাসী বাংলাদেশিরা এখন আরও সুবিধাজনক অ্যাপ-ভিত্তিক রেমিটেন্স সেবা উপভোগ করতে পারবেন।

নতুন এই মানি ট্রান্সফার স্টার্টআপ প্রতিষ্ঠান টেকওয়েস্ট প্রোপ্রাইটারি লিমিটেড (যারা কুইকসেন্ডনামেট্রেডিং করে) বিশ্বব্যাপী দ্রুত, নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী মানি ট্রান্সফার সেবা দিয়ে থাকে। অস্ট্রেলিয়ান ট্রানজ্যাকশন রিপোর্টস অ্যান্ড অ্যানালাইসিস সেন্টার (অস্ট্রাক) কর্তৃক নিয়ন্ত্রিত এইকোম্পানিটি প্রবাসী বাংলাদেশি গ্রাহকদের দেশে প্রিয়জনদের কাছে টাকা পাঠানোর ক্ষেত্রে নিরাপদ এবং ইউজার-ফ্রেন্ডলি প্ল্যাটফর্মের সুবিধা দেবে।

নিরবচ্ছিন্নএপিআইইন্টিগ্রেশনের ফলে কুইকসেন্ডথেকে ব্র্যাক ব্যাংকে পাঠানো রেমিটেন্স সম্পূর্ণ স্বয়ংক্রিয়, রিয়েল-টাইমএবং সুরক্ষিত ও নিরাপদ। এই চুক্তির ফলে অস্ট্রেলিয়ায় বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের জন্য তাঁদের কষ্টার্জিত রেমিটেন্স দেশে ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্টহোল্ডারদের কাছে পাঠানো এখন আরও সহজ ও সুবিধাজনক হলো।

বাংলাদেশে রেমিটেন্সপ্রবাহ সহজতর করার লক্ষ্যে ব্র্যাক ব্যাংক বিশ্বব্যাপী রেমিটেন্স হাউসগুলোর সাথে অংশীদারিত্ব অব্যাহত রেখেছে। এই চুক্তিটি রেমিটেন্স আহরণে ব্র্যাক ব্যাংকের দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনার প্রতিফলন।

গত ২০ এপ্রিল ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকটিরডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ট্রেজারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন মো. শাহীন ইকবাল সিএফএ এবং কুইকসেন্ডের ফাউন্ডার অ্যান্ড সিইও মো. আবু সুফিয়ানএই চুক্তিতে স্বাক্ষর করেন।

এই রেমিটেন্স চুক্তি সম্পর্কে মন্তব্য করে মো. শাহীন ইকবাল বলেন, ‘আমাদের প্রবাসী বাংলাদেশিদের সম্পূর্ণ ডিজিটাল রেমিটেন্স সেবা প্রদান করার লক্ষ্যে অস্ট্রেলিয়ান ফিনটেক কোম্পানিকুইকসেন্ডের সাথে চুক্তি করতে পেরে আমরাবেশ আনন্দিত। রেমিটেন্স সেবাআরও সাশ্রয়ী, দ্রুত, সুবিধাজনক এবং নিরাপদ করার মাধ্যমেআমরা সুবিধাভোগী পরিবারদেরউপভোগ্য রেমিটেন্স সেবা উপহার দিতে বদ্ধপরিকর। গ্রাহকদের আরও ভালো ব্যাংকিং সেবা দেওয়া এবং দেশে রেমিটেন্স প্রবাহ বাড়াতে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

ব্র্যাক ব্যাংকের ডিজিটাল চ্যানেলের পাশাপাশিরেমিটেন্স সুবিধাভোগীরা ব্যাংকটির১৮৯টি শাখা, ৭৪টি উপশাখা এবং ১,১২৩টি এজেন্ট ব্যাংকিং আউটলেট থেকেও রেমিটেন্স সেবা গ্রহণ করতে পারবেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102