বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১০:১০ পূর্বাহ্ন

২৪ ঘণ্টার ব্যবধানে সোনার দাম বাড়ল ভরিতে ৫৩৪২ টাকা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

মাত্র একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)

সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণে (১১ দশমিক ৬৬৪ গ্রাম৫ হাজার ৩৪২ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকা। এতে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় উঠল সোনা।

মঙ্গলবার (২২ এপ্রিলবাজুস মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বুধবার (২৩ এপ্রিলথেকে নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছেস্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ডমূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ীসবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণে ৫ হাজার ৩৪২ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকা। ২১ ক্যারেট এক ভরি স্বর্ণে ৫ হাজার ১০৯ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৯ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেট এক ভরি স্বর্ণে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে নতুন দাম ১ লাখ ৪৫ হাজার ৫৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণে ৩ হাজার ৭৩২ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২০ হাজার ৫১২ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকারনির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট ও বাজুসনির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগেসবশেষ সোমবার (২১ এপ্রিলভরিতে ৪ হাজার ৭১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102