বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০১:০১ অপরাহ্ন

কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করল বিসিসিআই

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

২০২৪-২৫ মৌসুমের জন্য ভারতের পুরুষ দলের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ক্রিকেটারদের পারফরম্যান্স এবং ফরম্যাট ভেদে অংশগ্রহণের ওপর ভিত্তি করে মোট ৩৪ জন খেলোয়াড়কে রাখা হয়েছে এই চুক্তিতে।

কেন্দ্রীয় চুক্তির এবারের তালিকায় ফিরেছেন মার্চ মাসে আইসিসির সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া শ্রেয়াস আইয়ার। এ ছাড়া গত বছর শৃঙ্খলাজনিত কারণে বাদ পড়া ঈশান কিষানকে রাখা হয়েছে এবারের তালিকায়।

এ ছাড়াও নতুন করে রজত পাতিদার, নীতিশ কুমার রেড্ডি, হার্ষিত রানা, অভিষেক শর্মা এবং বরুণ চক্রবর্তীকে রাখা হয়েছে নতুন এই তালিকায়।

এদিকে এ+ ক্যাটাগরিতে রাখা হয়েছে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে। যদিও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে এরই মধ্যে অবসর নিয়েছেন এই দুই ক্রিকেটার। এ ছাড়া এই ক্যাটাগরিতে আছেন অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং পেসার জসপ্রীত বুমরাহ।

২০২৪-২৫ মৌসুমের জন্য বিসিসিআই কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা

গ্রেড-এ+ (৭ কোটি রুপি) : রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজা

গ্রেড-এ (৫ কোটি রুপি) : মোহাম্মদ সিরাজ, কেএল রাহুল, শুভমান গিল, হার্দিক পান্ডিয়া, মোহম্মদ শামি, ঋষভ পন্ত

গ্রেড-বি (৩ কোটি রুপি) : সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, যশস্বী জয়সওয়াল, শ্রেয়াস আইয়ার

গ্রেড-সি (১ কোটি রুপি) : ঈশান কিষান, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, শিভম দুবে, রবি বিষ্ণোই, ধ্রুব জুরেল, সরফরাজ খান, রজত পাতিদার, নীতিশ কুমার রেড্ডি, হার্ষিত রানা, অভিষেক শর্মা, বরুণ চক্রবর্তী।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102