বরগুনা সদর থানা প্রতিনিধি – তামিম মাহমুদ
২৪/১০/২০২০ ইং রোজ শনিবার আইপি টিভি এসোসিয়েশন এর মীরপুরের অস্থায়ী কার্যালয়ে নির্বাহী কমিটির সাধারন সভা অনুস্ঠিত হয় উক্ত সভায় এসোসিয়েশনে গঠন তন্ত সর্ব সম্মতি ক্রমে পাশ করা হয় এবং পরবর্তীতে সদস্য দের গোপন ভোটে অাহ্বায়ক কমিটি গঠিত হয়
নব গঠিত কমিটির সদস্যদের নাম।
আহ্বায়ক -হেলেনা জাহাঙ্গীর ব্যাবস্থাপনা পরিচালক -জয়যাত্রা টিভি
যুগ্ম আহ্বায়ক -মোঃজহিরুল ইসলাম ( মিটু)চেয়ারম্যান – নতুন সময় ও এইচ। টিভি
যুগ্ম আহ্বায়ক -সাইফুদ্দিন মোহাম্মাদ ফারুকী – কিউ টিভি বাংলা
যুগ্ম আহ্বায়ক -গোলাম মোত্তাদির আলভী – মুভি বাংলা টিভি
সদস্য সচিব
শেখ জুয়েল আনন্দ – ঢাকা টিভি
রাসেল মিয়া হৃদয়- বঙ্গ টিভির
রাসেল মিয়া হৃদয়- বঙ্গ টিভির কর্নধার এবং
বঙ্গ ফাউন্ডেশন এর সম্মানিত প্রেসিডেন্ট, মিয়া ফুড এন্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, ভাঙ্গা ডেভেলপমেন্ট প্রাইভেট লিঃ এর ব্যাবস্থাপনা পরিচালক ও অন লাইন ডিরেক্টর এসোসিয়েশন (odab) এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন
যুগ্ম সদস্য সচিব
১/ এ এইচ এম তারেক চৌধুরী -৭১ বাংলা টিভি
২/ সুজিত চক্রবতী – চ্যানেল এস
৩/ ইকরামুল হক ইহান – প্রবাসী বাংলা টিভি
কার্যকরী সদস্য
জামাল উদ্দিন (জামান) – আলিফ টিভি
মিজানুর রহমান – ইজাব টিভি
সাজ্জাত নূর সুমন – রয়েল টিভি
আনিস উদ্দিন সেন্টু – ফ্লস টিভি
আসরাফুল আলম বিপ্লব- এস বিডি টিভি
হুমায়ন কবির – টিভি ৭
মোঃ কামরুজ্জামান – পল্লী টিভি
এ কে এম সামিউল হক( সামি)-চ্যানেল ওয়ার্ল্ড
রফিকুল ইসলাম ( রনি)- রুপান্তর টিভি
রনি আহম্মেদ – স্কাই টিভি
সাইফুল ইসলাম – রবি টিভি