বুধবার, ১৪ মে ২০২৫, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতালের জন্য জমি বরাদ্দের দলিল হস্তান্তর চট্টগ্রাম রেঞ্জ ও সিএমপি-তে চালু হচ্ছে অনলাইন জিডি চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা চলতি মৌসুমে অর্ধেকে নামিয়ে আনতে প্রধান উপদেষ্টার নির্দেশনা নারায়ণগঞ্জে অটোরিক্সা চালক হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদন্ড ইসরায়েলের ওপর দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা মোদি অবশ্যই প্রতিশোধ নেবে,দেশকে সজাগ থাকতে বললেন : ইমরান খান যমুনা অভিমুখে জবি শিক্ষার্থীদের মিছিলে পুলিশের লাঠিচার্জ ‘আমরা দুঃখিত সাম্য, তোমাকে নিরাপত্তা দিতে পারিনি : আসিফ মাহমুদ বেনাপোল কাস্টমস হাউসে কলম বিরতি,আমদানি-রপ্তানি পণ্য খালাস বন্ধ নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিলের রায় ১ জুন

বাংলাদেশিকে ধরে নিয়ে হত্যা করল বিএসএফ

বিশাল মাহমুদ জিম,লালমনিরহাট জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

সীমান্তের অভ্যন্তর থেকে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনায় লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। নিহত যুবকের নাম হাসিবুল আলম (২৪)।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার মধ্য সিঙ্গিমারী সীমান্তের ৮৯৪ নম্বর মেইন পিলারের কাছের ঘটনা এটি। নিহত হাসিবুল ওই এলাকার জাহিদুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাসিবুলসহ কয়েকজন ওই সীমান্তে বাংলাদেশিদের জমিতে ঘাস কাটতে যান। এ সময় ভারতের শীতলকুচি এলাকার নগর সিঙ্গিমারী ক্যাম্পের বিএসএফের টহল দল বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। পরে ওই টহল দল পেছন থেকে হাসিবুলকে আটক করে ভারতে নিয়ে যায়।

এরপর তাকে গাড়িতে তোলার সময় চোখে গুলি করে। পরে বিএসএফ তাকে কুচবিহারের একটি হাসপাতালে ভর্তি করায় বলে সীমান্তের একটি সূত্র জানিয়েছেন। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় হাসিবুল আলমের মৃত্যু হয়।

এ বিষয়ে একাধিকবার যোগাযোগ করা হলেও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে কেউ কথা বলতে রাজি হননি।

তবে বিজিবির একটি সূত্র জানায়, এ ঘটনাকে কেন্দ্র করে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

হাতীবান্ধা থানার ওসি মাহামুদুন নবি জানান, সীমান্তবর্তী লোকজন তাকে জানিয়েছেন, হাসিবুল নামে এক যুবককে বিএসএফ সীমান্ত থেকে ধরে নিয়ে গুলি করেছে। ভারতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102