রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ন

পুলিশের ওপর হামলা চালিয়ে মোটরসাইকেল নিয়ে গেলো দুর্বৃত্তরা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

বগুড়ায় সড়ক দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেয়ার সময় দুর্বৃত্তদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১১টায় শহরের কালিতলা মোড়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলো—বগুড়া শহরের ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আহম্মদ আলী। বর্তমানে তারা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আলমাস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, রাতে দুই ব্যক্তির মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত এক অজ্ঞাত নারী ও পুরুষকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

এ সময় দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি হেফাজতে নিতে গেলে আহতদের সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি হঠাৎ পুলিশের ওপর হামলা চালায়। তারা কিল-ঘুষি ও লাঠিসোঁটা দিয়ে দুই পুলিশ কর্মকর্তাকে বেধড়ক মারধর করে এবং মোটরসাইকেলটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্যরা গিয়ে আহত দুই কর্মকর্তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, আহত পুলিশ সদস্যরা এখন আশঙ্কামুক্ত। হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার অভিযান অব্যহত রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102