বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
দুই দিনের আন্দোলনে শেখ হাসিনা যায়নি : মির্জা আব্বাস বাংলাদেশের বিরুদ্ধে সংখ্যালঘু ইস্যুতে অপপ্রচারে ব্রিটিশ এমপিদের উদ্বেগ করিডোর দেওয়ার সিদ্ধান্ত নির্বাচিত সরকারের কাছে থেকে আসতে হবে’ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল করিম, সম্পাদক আনিসুজ্জামান সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১,১৩৭ ‘চীন পাকিস্তানের সঙ্গে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে’ আওয়ামী লীগ সরকার উন্নয়নের নামে মোংলা বন্দরকে ধ্বংস করেছে : কৃষিবিদ শামীম পাকিস্তানের ব্যাপক সামরিক মহড়া, আতঙ্কে ভারত ৪ বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি ইতিহাসের সবচেয়ে বড় দাবানলে পুড়ছে ইসরায়েল, জরুরি অবস্থা জারি

ঝগড়া থামাতে গিয়ে ছেলের হাতে প্রাণ গেল মায়ের

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

জামালপুর পৌর শহরে মঞ্জিলা বেগম (৬৫) নামের এক নারীকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১১টার দিকে শহরের হাটচন্দ্রা এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এসময় শেখ ফরিদ (৪৫) নামের এক গাছ ব্যবসায়ী আহত হয়েছেন। তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঞ্জিলা বেগম চন্দ্রা এলাকার তোতা মিয়ার স্ত্রী। তার ছেলে অভিযুক্ত মোহাম্মদ মঞ্জু মিয়া (৩০) ঘটনার পর থেকে পলাতক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঞ্জিলা বেগম বাড়ির একটি গাছ শেখ ফরিদের কাছে বিক্রি করেন। ওই গাছ কাটতে আসেন শেখ ফরিদ। এ সময় গাছ কাটতে বাধা দেন মঞ্জু মিয়া। এই নিয়ে দুজনের মধ্যে কথা–কাটাকাটি শুরু হয়। মঞ্জিলা বেগম দুজনকে থামাতে যান। এ সময় মঞ্জু মিয়া মা ও শেখ ফরিদকে দা দিয়ে কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলে মঞ্জিলা বেগমের মৃত্যু হয়। স্থানীয় লোকজন আহত শেখ ফরিদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফয়সাল আতিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত মঞ্জুকে আটকের চেষ্টা চলছে।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন বলেন, গাছ কাটা নিয়ে এই হত্যাকাণ্ড ঘটেছে। ছেলেকে ধরতে পুলিশের অভিযান চলছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102