বরগুনার আমতলী উপজেলাধীন আরপাঙ্গাশিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের উওর তারিকাটা গ্রামের মোঃ শাহ-আলম মিয়ার দিনমজুর ছেলে ফেরদৌস মিয়া। গত ০২ অক্টোবর তলা ভবনের বিল্ডিং এর ছাদে রড বাধার কাজের সময় বিদ্যুৎপৃষ্ট হয় সে। এতে তার শরীরের ৭০% ভাগ পুরে ঝলসে যায়।
তাৎক্ষণিক তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হসপিটালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে রেফার করে। কিন্তু টাকার অভাবে ঢাকা চিকিৎসা বন্ধ করে বাড়িতে নিয়ে আসা হয়।
শরীরের প্রায় ৭০% ভাগ পুড়ে যাওয়া ফেরদাউস বিনা চিকিৎসায় ঘরে বসে মৃত্যুর প্রহর গুনছে। এ খবর শুনে ফেরদৌসের বাড়িতে গিয়ে খোঁজখবর নেন (উজ্জীবিত আমতলী) র সভাপতি মুবদী সরোয়ার (সওম) তিনি ফেরদৌসের চিকিৎসার জন্য কিছু অর্থিক সহায়তা তুলে দেন। এবং তিনি আরো বলেন উজ্জীবিত আমতলী তার পাশে থেকে তাদের সাধ্যমত সহায়তা করবেন এ আশ্বাস দেন ।
আপনারা এ-ই ভাইয়ের জন্য যদি কোন সাহায্য করতে ইচ্ছুক থাকেন, তাহলে নিম্নে মোবাইল নম্বরে যোগাযোগ করে সাহায্য করতে পারবেন৷।
ফেরদৌসকে সাহায্য পাঠানোর ঠিকানাঃ-
নামঃ- ফেরদৌস
বয়স ২৬ বছর
পিতাঃ- শাহ আলম হাওলাদার
মাতাঃ- ফেরোজা বেগম।
শাহ আলম হাওলাদার ০১৭৬৩৮৪৯২৭২
অথবা সাখাওয়াত ০১৭১২ ৯৬৫ ৮৭৪
বিকাশ নগদ এবং রকেট শেষে ৯ যুক্ত পার্সোনাল।