সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নে দারিদ্র জনগোষ্ঠীর মধ্যে কম্বল উপহার দিয়েছে দীপ্তমান ছাত্র সমাজ নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ের উপর মানুষের সেবা দান করে আসছে।
তার ধারাবাহিকতায় আজ ১৪০টি পরিবারের মধ্য কম্বল বিতরণ করেছে এই প্রতিষ্ঠানটি। আজ ১২ টার দিকে তারালি বাজারে আরম্ভর পরিবেশে সম্পন্ন হয় কাজটি। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার ও,সি মোঃ হাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস,আই জাহিদুল ইসলাম, মাস্টার শ্যামল কুমার মন্ডল, মাওলানা লিয়াকত আলী, মোহাম্মদ কিসমত বরি, আব্দুল ওহাব সিদ্দিকী। আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । প্রধান অতিথি হাফিজুর রহমান তার বক্তব্যে বলেন দুর্নীতি এবং মাদকের সাথে আমরা কখনো আপোষ করব না। এলাকায় মাদক ব্যবসায়ীদের দেখলে তাদেরকে ধরে পুলিশের হাতে তুলে দিতে বলেন।
হিন্দু – মুসলিমের পারস্পরিক সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান। প্রতিষ্ঠানটি সভাপতি তৌসিফ মাহবুব প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে জানান। এ সময় অন্যান্য ভক্তরা প্রতিষ্ঠানের এই কাজের প্রশংসা করেন এবং বলেন ভবিষ্যতে এমন সামাজিক কার্য সারা বছর ধরে পরিচালিত হয় সেজন্য সভাপতি মহোদয়ের কাছে অনুরোধ জানানো হয় ।
প্রয়োজনে এলাকার সকলে মিলে কাঁধে কাঁধ রেখে কাজ করারজন্য অনুরোধ জানান হয় ।পরিশেষে সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।