নিউমার্কেট থানা কর্তৃক নাগরিক সভা অনুষ্ঠিত।
সোমবার (০৬ জানুয়ারি ২০২৫ খ্রি.) সকাল ১১:০০ ঘটিকায় ঢাকা নিউমার্কেট ব্যবসায়ী সমিতির কার্যালয়ে নিউমার্কেট থানা এলাকার সম্মানিত নাগরিকবৃন্দের সমন্বয়ে এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছাত্র-জনতা ও নিউমার্কেট থানা এলাকার সম্মানিত নাগরিকবৃন্দ তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।
নাগরিক সভায় রমনা বিভাগের নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার তারিক লতিফ, নিউমার্কেট থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।