সুভাষ চন্দ্র, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
সারাদেশের মত কুড়িগ্রামের উলিপুরে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শারদীয় দূর্গোৎসবথ বৃহস্পতিবার (২২ অক্টোবর) ষষ্ঠী ও বোধন অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হচ্ছে। এবারে নবমী ও দশমী পৃথক দিনে হওয়ায় অনুষ্ঠান ৫ দিনই হবে।
আগমী ২৬ অক্টোবর সোমবার প্রতিমা বিসর্জন দেয়া হবে বলে উপজেলা পূজা উদযাপন কমিটি সূত্রে জানাগেছে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, ১থটি পৌরসভাসহ ১৩ ইউনিয়নে মোট ১থশ ১২টি মন্দির ও মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। সরকারী ভাবে মন্ডপ প্রতি ৫থশ কে.জি চাউল হিসাবে মোট ৫৬ হাজার কেজি চাউল বরাদ্দ দেয়া হয়েছে।
উলিপুর থানা ওসি মোয়াজ্জেম হোসেন জানান, এবার পূজায় যে কোন ধরনের সহিংসতা এড়াতে স্বাভাবিক আইন শৃঙ্খলার পাশাপাশি বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করা হয়েছে।