রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন

নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর দিল বাংলাদেশ ব্যাংক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

বাংলাদেশ ব্যাংকের গভার্নর ড. আহসান এইচ. মানসুর দেশটির স্টার্টআপ ইকোসিস্টেম শক্তিশালী করতে নতুন উদ্যোক্তাদের জন্য দুটি বড় ফান্ড ঘোষণা করেছেন।

এর মধ্যে রয়েছে ৮০০ কোটি টাকার ইকুইটি ফান্ড এবং অন্যটি ৪০০ কোটি টাকার ঋণ/ফাইন্যান্সিং ফান্ড।

সোমবার ( ০৭ এপ্রিল) বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫ সম্মেলনে এ ঘোষনা দেন ড. আহসান এইচ. মানসুর।

তিনি বলেন, বাণিজ্যিক ব্যাংকগুলোর সমর্থনে প্রাথমিক এবং উন্নয়ন স্তরের স্টার্টআপগুলোকে সহায়তা করবে ৮০০ কোটি টাকার ইকুইটি ফান্ড।

পাশাপাশি, ৪০০ কোটি টাকার ঋণ/ফাইন্যান্সিং ফান্ডস স্টার্টআপগুলোর কাজকর্মের মূলধন প্রয়োজন মেটাতে সাহায্য করবে।

বাংলাদেশ স্টার্টআপ কানেক্ট ২০২৫ ইভেন্টে তিনি জানান, এই উদ্যোগগুলোর উদ্দেশ্য হলো যুবকদের প্রতিভাকে ধরে রাখা এবং দেশে মেধাশূন্যতা কমানো। এই পদক্ষেপটি স্টার্টআপ বাংলাদেশ ফান্ড অফ ফান্ডস এর সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে।

তিনি আরও বলেন,  সিদ্ধান্তটি বাংলাদেশের স্টার্টআপ পরিবেশে নতুন সম্ভাবনা এবং সুযোগ নিয়ে আসবে। যা দেশের উদ্যোক্তা ও ব্যবসায়ী সম্প্রদায়কে আরও শক্তিশালী করবে।

উল্লেখ্য, এ অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে বার্তা দেন লিংকডইনের সহপ্রতিষ্ঠাতা। আলোচনায় অংশ নেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংক গভর্নর, এবং আইসিটি খাতের প্রতিনিধিরা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102