শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
জানা গেল পাগলা মসজিদের এবারের টাকার পরিমাণ কুষ্টিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত মার্চ ফর গাজা’ কর্মসূচিতে সোহরাওয়ার্দীতে আসতে শুরু করেছে মানুষ নিষেধাজ্ঞা সত্ত্বেও বাজারে মিলছে ইলিশ, দাম আকাশচুম্বী চট্টগ্রাম আইনজীবীদের নির্বাচনে ভোট ছাড়াই ২১ পদে বিএনপি-জামায়াতের ‘ভাগাভাগি’ গাজীপুরে কৃষক দল নেতাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা গরমে লোডশেডিং হলে প্রথমে রাজধানীতেই হবে : জ্বালানি উপদেষ্টা সীমান্তে আবারও বর্বরতা, বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা করল বিএসএফ হনুমান জয়ন্তীতে মসজিদে লাউডস্পিকার নিষিদ্ধ করল ভারত ভাদুন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর নির্বাচন- ২০২৫ সম্পূর্ণ

ভোজ্যতেলের দাম নিয়ে দুদিনের মধ্যে সিদ্ধান্ত : বাণিজ্য মন্ত্রণালয়

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

কয়েক মাস রেয়াতের পর আবার বহাল হওয়া ভোজ্যতেলের ভ্যাট ও আমদানি শুল্ক আজ রোববার পর্যন্ত মওকুফ করেনি সরকার। পণ্যটির দাম নির্ধারণ ছাড়াই আজ বাণিজ্য মন্ত্রণালয়ের ডাকা বৈঠক শেষ হয়েছে। সরকার নতুন করে ভ্যাট ও কর মওকুফ না করায় দুদিনের ব্যবধানে পাইকারি বাজারে ভোজ্যতেলের দাম মণপ্রতি ১৭০-২০০ টাকা পর্যন্ত বেড়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনুমোদন না পাওয়ায় রোববার পর্যন্ত ভোজ্যতেলের দাম নির্ধারণ করা সম্ভব হয়নি। এ কারণে আজ বৈঠক অমীমাংসিত অবস্থায় শেষ হয়েছে। তবে আগামী দুদিনের মধ্যে সিদ্ধান্তে পৌঁছানো যাবে বলে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে।

পুরান ঢাকার মৌলভীবাজারের কয়েকজন পাইকারি ভোজ্যতেল ব্যবসায়ী জানিয়েছেন, ভ্যাট মওকুফের নতুন কোনো আদেশ না আসায় গত দুদিনে দাম অনেকটাই বেড়েছে। এত দিন প্রতিমণ (৩৭ কেজি ৩২০ গ্রাম) সয়াবিন তেলের দাম ছিল ৬১৫০ টাকা বা লিটারপ্রতি ১৫১ টাকা ৯৪ পয়সা।

আজ রোববার তা বিক্রি হয়েছে ৬ হাজার ৩২০ টাকা বা লিটারপ্রতি ১৫৬ টাকা ১৪ পয়সা। প্রতিমণ পাম তেল বিক্রি হয়েছে ৫ হাজার ৮০০ টাকা বা লিটারপ্রতি ১৪৩ টাকা ২৯ পয়সা। যা দুদিন আগেই ছিল ১৩৮ টাকা ৩৫ পয়সা।

ভোজ্যতেল আমদানিকারক ও পরিশোধনকারীরা বলছেন, সরকার আবার কর মওকুফ না করলে দাম বাড়ানো ছাড়া তাদের কোনো উপায় নেই।

এ প্রসঙ্গে জানতে চাইলে টিকে গ্রুপের পরিচালক সফিকুল আতহার গণমাধ্যমকে জানান, তাঁরা ১৫ শতাংশ ভ্যাট দিয়েই চালান কাটছেন। ব্যবসায়ীদের পক্ষে লোকসান দিয়ে পণ্য সরবরাহ করা সম্ভব হবে না। ভ্যাট যোগ করতে হলে লিটারপ্রতি ১৮-২০ টাকা দাম বাড়ানো ছাড়া উপায় নেই।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকার এখন ভ্যাট-কর থেকে আয় কমাতে রাজি নয়। নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা দিয়ে বাজার চালাতে চাচ্ছে না সরকার। আন্তর্জাতিক বাজারে দর ওঠানামার ভিত্তিতেই চলতে চায়।

এ বিষয়ে জানতে চাইলে বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুর রাজ্জাক গতকাল গণমাধ্যমকে বলেন, ‘আগামী দুদিনের মধ্যে দাম নির্ধারণ করা হবে। দাম কমবে নাকি বাড়বে, তা সেই সিদ্ধান্তের আগে বলা সম্ভব নয়।’

রোজার আগে ভোক্তাদের কাছে দাম সহনীয় রাখতে গত বছরের নভেম্বর-ডিসেম্বরে কয়েক দফায় ভোজ্যতেল আমদানি, উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে মূল্য সংযোজন কর বা ভ্যাট ছাড় দিয়েছিল সরকার। সর্বশেষ এই সুবিধার মেয়াদ ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়। দাম সহনীয় রাখতে আমদানি পর্যায়ের শুল্ক-কর রেয়াত ৩০ জুন পর্যন্ত বাড়ানোর দাবি করেছিল ট্যারিফ কমিশন।

ঈদুল ফিতরের আগে ভোজ্যতেল আমদানিকারক ও মিল মালিকেরা ট্যারিফ কমিশনে চিঠি দিয়ে লিটারপ্রতি বোতলজাত সয়াবিনের দাম ১৮ টাকা এবং খোলা তেলের দাম ১৩ টাকা বাড়ানোর প্রস্তাব করে। প্রস্তাবে ১ এপ্রিল থেকে নতুন দাম কার্যকর করার পরামর্শ দেওয়া হয়। এই প্রস্তাব অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম হওয়ার কথা ১৯৩ টাকা, যা বর্তমানে ১৭৫ টাকা। আর খোলা সয়াবিন ও পাম তেলের দাম লিটারপ্রতি হবে ১৭০ টাকা, যা বর্তমানে ১৫৭ টাকা। বোতলজাত সয়াবিনের দাম সর্বশেষ গত ৯ ডিসেম্বর বাড়ানো হয়েছিল।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102